নিয়োগ বিজ্ঞপ্তি
Notice Date: 19/11/2025
ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন
রাজশাহী বিশ্ববিদ্যালয়
পুনঃবিজ্ঞপ্তি নং : ২/২০২৫
তারিখ: ২৩-১২-২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশনে নিম্নলিখিত শূন্য পদ পূরণের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
|
পদের নাম ও সংখ্যা |
বিষয়ের নাম ও সংখ্যা |
বেতন স্কেল |
|
সহযোগী অধ্যাপক |
মার্কেটিং (১টি) |
সহযোগী অধ্যাপক: ৫০,০০০-৭১,২০০/- এবং |
উপর্যুক্ত পদে নিয়োগের জন্য নিম্নে আবেদনপত্রের লিংক, পূর্নাঙ্গ বিজ্ঞাপন ও প্রয়োজনীয় তথ্যাদির লিংক প্রদান করা হয়েছে। আইবিএ’র ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে পূরণ পূর্বক বিজ্ঞপ্তিতে উল্লিখিত প্রয়োজনীয় কাগজপত্র সহ ১১ (এগার) সেট আবেদনপত্র পরিচালক, আইবিএ, রাবি-এর অফিসে ০৬-০১-২০২৬ তারিখ বিকাল ৪টা মধ্যে জমা দিতে হবে। আবেদনের সাথে সহযোগী অধ্যাপক পদের জন্য ২০০০/- (দুই হাজার) টাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যাংকের অনুকূলে “পরিচালক, আইবিএ”, নামে বিদ্যমান সঞ্চয়ী হিসাব ২০০০০২২৩৬২৭৩ নম্বরে পে-অর্ডার/ব্যাংক ড্রাফট মাধ্যমে জমা দিতে হবে। পে-অর্ডার/ব্যাংক ড্রাফট আবেদনপত্রের সাথে জমা প্রদান করতে হবে। চাকুরিরত প্রার্থীর ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র, চাকুরির অভিজ্ঞতার সার্টিফিকেট, সকল প্রকার গবেষণামূলক প্রবন্ধের কপি, জাতীয় পরিচয়পত্রের কপি সংযুক্ত করতে হবে। ইতোপূর্বে উল্লিখিত পদে যারা আবেদন করেছেন তাঁদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
ড. মোঃ শরিফুল ইসলাম
প্রফেসর ও পরিচালক
এখানে ক্লিক করে Teacher's Application Form ডাউনলোড করুন এবং পূর্নাঙ্গ বিজ্ঞাপন জন্য নিচের DOWNLOAD ব্যবহার করুন।