Welcome to IBA

Notice

Reunion 2024

Notice Date: 07/02/2024

প্রিয় গ্রাজুয়েটবৃন্দ 

সালাম ও শুভেচ্ছা নিবেন। সানন্দে জানাচ্ছি যে, আইবিএ কতৃপক্ষ ১ম রিইউনিয়ন সম্মিলন-২৪ আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ লক্ষ্যে আগামী ১০ ফেব্রুয়ারী'২৪ শনিবার সকাল ১১টায় আইবিএ ভবনের ১০২ নং কক্ষে পূর্ব প্রস্ততিমূলক এক সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আইবিএ'র সস্মানিত পরিচালক ও পূনর্মিলনী উদযাপন কমিটির সভাপতি প্রফেসর ড. জিন্নাত আরা বেগম। উক্ত সভায় রাজশাহী ও এর আশে পাশের জেলায় বসবাসকারী গ্রাজুয়েটদের অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হ'ল। 

ধন্যবাদান্তে 

প্রফেসর ডক্টর এ,কে,  শামসুদ্দোহা
আহবায়ক 
প্রচার উপ-কমিটি।